1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩ বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান হাদীস ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল স্বামীর নির্যাতন-হামলার অভিযোগে বগুড়া থানায় গৃহবধূর মামলা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭ দেবহাটায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা

“রিমি” জীবন সংগ্ৰামে এক অপরাজিতা সৈনিকের নাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

রিমি” জীবন সংগ্ৰামে এক অপরাজিতা সৈনিকের নাম

আজহারুল ইসলাম সাদী
সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ ক্যাটাগরিতে তৃণমূল পর্যায়ে যে কয়জন বিজেতা নির্বাচিত হয়েছেন তার মধ্যে প্রথম ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন রায়হাতুল জান্নাত রিমি।
এই সফল নারীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া লস্করপাড়া এলাকায়, তার গর্বিত পিতা-মাতার নাম মোঃ মিজানুর রহমান ও শাহানারা বেগম।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে তাকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে।
তিনি বাল্যবিবাহের শিকার হয়েছিলেন আবার ঘুরে দাঁড়িয়েছেন, পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে তিনি একটি নিজস্ব বিউটি পার্লার ও ফাষ্ট ফুড এর দোকান দিয়েছেন, যেটি সাতক্ষীরা শহরের নারিকেল তলা মোড়ে অবস্থিত।

এছাড়া এই নারী তার নিজস্ব বাড়িতে দেশি হাঁস মুরগির খামার ও পরিচালনা করেন। পাশাপাশি মাশরুম চাষ করেন, এভাবে তিনি হয়েছেন একজন সফল উদ্যোক্তা। তার মাধ্যমে অসহায় অনেক নারীরা কাজ করে সফলতা পাচ্ছেন। বর্তমানে তিনি নবলোক পরিষদ, ব্রাক ও সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর এর বিউটিফিকেশন ট্রেড এর ট্রেইনার হিসেবে কাজ করছেন।আরা’র সাথে পৌর নারী সুরক্ষা ফোরাম এর সেক্রেটারি হিসেবে ২৭০ জন উপকারভোগী নারী নিয়ে কাজ করছেন।

পুরস্কার ও সম্মাননা পাওয়া প্রসঙ্গে অদম্য নারী রায়হাতুল জান্নাত রিমি বলেন, “পরিশ্রম আর দৃঢ় মনোবল থাকলে নারীরা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। এই সম্মাননা আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দিল।”

গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে
বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর সক্ষমতা ও শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি নারীই অদম্য সুযোগ, সহায়তা ও পরিবার-সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের পথচলাকে সহজ করে দেয়।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেন্ডার ডেভেলপমেন্টের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, গর্বিত জয়িতা জননী, রত্নগর্ভা মা লুৎফুন্নেছা বেগম, সংগ্রামী নারী মেরিনা খাতুন প্রমুখ।

জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমনা আইরিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জাতীয় মহিলার সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা শিক্ষা অফিসের সুপারভাইজার আ ন ম নাজমুল উলা, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমারসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট