
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল দশটায় শহরের নাজমুল সরণী থেকে জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজগার আলির সঞ্চালনায় শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, মারুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অপরদিকে বিকেল চারটায় শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন চ্যানেল আই–এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন অ্যাড. মুনির উদ্দীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অ্যাড. দুলু, অ্যাড. আজহারুল ইসলাম, ‘স্বদেশ’-এর মাধব দত্ত, গণফোরাম নেতা আলি নুর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলি, আসকের গোলাম মোস্তফা, মফিজুল ইসলাম এবং বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনাকে কঠোর সমালোচনা করেন। বিশেষ করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা রুবি মুক্তির ওপর প্রতিবেশীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা জানান, ১ ডিসেম্বর সীমানা বিরোধকে কেন্দ্র করে নয়জন হামলাকারী মুক্তির বাড়িতে প্রবেশ করে তাকে মারাত্মকভাবে আহত করে। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়ে চারদিন মৃত্যুঝুঁকির মধ্যে চিকিৎসাধীন ছিলেন।
এসময় অভিযোগ করা হয়, ভুক্তভোগী মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করে এবং পাল্টা অভিযোগের কথাও উল্লেখ করে। ঘটনাটি সভায় তুলে ধরলে উপস্থিত সবাই গভীর দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “মানবাধিকার কোথায় যখন শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং প্রতিবেশী কর্তৃক হামলার মতো ঘটনা ঘটেই চলেছে? এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো সম্ভব নয়।”