
গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম
আজ ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন Team For Energy And Environmental Research (TEER) গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বরাবর পর্যাপ্ত এন্টিভেনাম সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্মারকলিপিতে জেলার বিভিন্ন হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় এন্টিভেনাম দ্রুত সরবরাহ এবং স্থায়ীভাবে নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় জনগণ উপকৃত হবে।
বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য TEER ২০২১ সালে জাতীয় পদকে ভূষিত হয়। এ সম্মান অর্জনের পর সংগঠনটি আরও গতিশীলভাবে পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়াও TEER গাইবান্ধা সরকারি কলেজ শাখা ২০১৯ সাল থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মোশাররফ হোসেন, সভাপতি, TEER গাইবান্ধা সরকারি কলেজ শাখা
জিসান মাহমুদ, সাবেক সভাপতি
শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক
মেজবা, প্রচার সম্পাদক
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতেও TEER পরিবেশ, বন্যপ্রাণী ও জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের কর্মকাণ্ড আরও জোরদার করবে।