
হাসিবুর রহমান স্বপন,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী জাতের ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার,(৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহামেদ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,
পলাশবাড়ী প্রেমক্লাব সভাপতি শাহ আলম সরকার,সাংবাদিক ফেরদাউছ মিয়া,মাসুদার রহমান মাসুদসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল বলেন,
“২০২৫–২৬ সালের রবি–বোরো মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফসী ধান বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করছে।”
তিনি আরও জানান, এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আর্থিক সুরক্ষা ও কৃষিতে সমৃদ্ধি বয়ে আনবে।