
কলমে – জিএম ফরিদ
“হে আল্লাহ,
আমাকে সত্য পথ দেখাও।
এটাই সত্যের দরজা খুলে দেওয়ার চাবি।
যে সত্য চায়, সত্য আগে তাকে চিনে নেয়।
হৃদয় যত পরিষ্কার, পথ তত পরিষ্কার
আমরা মিথ্যা ছাড়ি
অন্যের ক্ষতি না করি
হারাম না কারি
আমানত নষ্ট না করি
এগুলো করা শুরু করলে হৃদয় আলো ধরবে।
অপবিত্র হৃদয় সত্য দেখে না;
পরিষ্কার হৃদয় অন্ধকারেও পথ দেখে।
আমরা ভালো মানুষের কাছে থাকি
সৎ ও নামাজ পড়ে এমন মানুষের সঙ্গে বসি—
তাহলে তাদের আলো আমাদের হৃদয়ে ঢুকে যাবে।
খারাপ মাটি ভালো বীজ নষ্ট করে;
ভালো সঙ্গ খারাপ মানুষকেও ভালো বানায়।
আসুন আমরা কুরআন শুনি—
না বুঝলেও পড়তে না জানলেও—
নামাজে দাঁড়াই আযান শুনে সাড়া দেই
সব শব্দ না বুঝলেও হৃদয় বুঝে।
কুরআনের আলো বুঝে আসে না;
আলো নিজেই হৃদয়কে বুঝিয়ে দেয়।
নিজের ভুল স্বীকার করি –
যেটা হিদায়াতের সবচেয়ে বড় দরজা
ভুল করলে বলি
“হে আল্লাহ, আমি ভুল করেছি।
আমাকে ঠিক করে দাও।”
এই বিনয়ই সত্যের প্রথম পদক্ষেপ।
অহংকার সত্যকে দূরে ঠেলে দেয়;
বিনয় সত্যকে কাছে আনে।
এক বাক্য সবকিছু বদলে দেয়
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
এটা আমাদের
হৃদয়ের দরজা, মস্তিষ্কের দরজা,
জীবনের দরজাও খুলে যায়।
বিশ্বের সব আলো নিভে গেলেও—
‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র আলো নিভবে না।ইনশাআল্লাহ
এই বাক্যই আমাদের সকল মত
সকল পথ সকল ফেরকা কে এক করে!
একজন সত্য সন্ধানী কখনো পথ হারায় না
সত্য খোঁজার ইচ্ছাই যার যার
সবচেয়ে বড় সম্পদ।
আল্লাহ তাকেই ধরে রাখেন।
সত্য মানুষ খোঁজে না—
সত্যই মানুষকে টেনে নেয়।
সে আরশের অধিপতি!
মৃত্যু তো একদিন হবেই!!! —-
সেহেতু আমার মস্তিষ্ক, হৃদয় এবং মুখ থেকে উচ্চারিত শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ