
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা শহরের আবাসিক (হোটেল প্যারাডাইস) থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত সুমন কুমার (৪৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।
আবাসিক হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টার পর হোটেলের একটি কক্ষে উঠেছিলেন সুমন। পরের দিন সারাদিন তাকে আর দেখা যায়নি। শনিবার রাত ৮টার দিকে ভাড়া নেওয়ার জন্য হোটেল কর্মীরা দরজায় ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দেখা যায় তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার এসআই ফারুক আলী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।