
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বাংলাদেশে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের ছাত্রত্ব ও একাডেমিক সনদ বাতিলের ঘটনায় আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি তীব্র নিন্দা জানিয়েছে। কানাডাভিত্তিক সংগঠনটি ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে অভিযোগ করেছে—কোনো আইনি প্রক্রিয়া, নোটিশ বা প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ কেড়ে নেওয়া হচ্ছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে সনদ ফিরিয়ে দেওয়া, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং একাডেমিক স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দিতে চার দফা দাবি জানানো হয়েছে।খবর আইবিএননিউজ।
এদিকে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের মানবাধিকার ডেস্কের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। সংখ্যালঘু নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা, সাংবাদিক দমন এবং রাজনৈতিক কর্মীদের আটক—এসব বিষয়ে হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। জাতিসংঘের সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টের বিরোধিতায় একটি ‘খণ্ডনলিপি’ও পেশ করা হয়।
ইইউ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মহলের জোরালো চাপের মুখে শিক্ষার্থী অধিকার ও মানবাধিকার সংকট এখন অন্তর্বর্তী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।