
হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নওগাঁর সাপাহার উপজেলায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলা বিএনপি কার্যালয়ে সেচ্ছাসেবক দল সাপাহার উপজেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে এলাকার হতদরিদ্র মানুষের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান। কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল), সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান স্বপন, সাবেক আহবায়ক শাহ্ আলম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. কে. ডি. সাহেব, যুব দলের যুগ্ম আহবায়ক হাসনাত রেজা, মুরাদ চৌধুরী, আকতার হোসেন, ছাত্রদল আহবায়ক সোহেল রানাসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিন বিএনপি কর্তৃক আয়োজিত বাদ জু’ম্মা সাপাহার জামে মসজিদ, পিছলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ধর্মপুর ও ইসলামপুর মোড়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, লিফলেট বিতরণ, পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।