
আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা) :
সাতক্ষীরার ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ভূমিহীন সমিতির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও জেলা ভূমিহীন সমিতির সদস্য হাবিবুর রহমান হাবিব।
এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আকবর আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজা, প্রভাষক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী ফরুকসহ জেলার বিভিন্ন পর্যায়ের ভূমিহীনরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।