এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে থানার অভিযানে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ এক চাষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোতবাণী ইউনিয়নের চাকুল গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক সাজিদুল ইসলাম জানান,মৃত দছির উদ্দিনের ছেলে আজিজার রহমান (৪৫)-এর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রোপিত অবস্থায় গাঁজার গাছটি পাওয়া যায়। জব্দকৃত গাছটির উচ্চতা ১২ ফুট, ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানা গেছে। পরে গাছটি জব্দ এবং আজিজার রহমানকে আটক করে থানায় নেওয়া হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আটক আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।