ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ অবস্থায় থাকা জাতীয় পত্রিকা “বাংলার একুশ”র স্টাফ রিপোর্টার ও Journalist Co-operation of Bangladesh খুলনা জেলা কমিটির এবং বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান বর্তমানে খুলনা পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রতিনিধিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে খুলনা বিভাগীয় সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতা–কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনায় এক সম্মিলিত বিবৃতি দিয়েছে।
গত ১৫ দিন ধরে মোঃ হাবিবুর রহমান সাহেবকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর সুস্থতা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা কামনায় ডাঃ মোঃ নাজমুল আহসান (খুলনা বিভাগীয় সম্পাদক ও Journalist Co-operation of Bangladesh, খুলনা জেলা কমিটির সভাপতি), ডাঃ জসীম সরদার (সিনিয়র সহ-সভাপতি), মোঃ আহসান হাবীব (সাধারণ সম্পাদক), ডাঃ রবিউল ইসলাম (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ — মোনিরুল ইসলাম(শ্রম বিষয়ক সম্পাদক)শেখ সাইফুল্লাহ(সমাজসেবা বিষয়ক সম্পাদক), মোঃ হোসাইনুর রহমান(দপ্তর সম্পাদক),শেখ রাজু(সাংগঠনিক সম্পাদক),শেখ রাজা উল্লাহ রাজ(সহ সাংগঠনিক সম্পাদক),হাফেজ মোঃ মাহবুবুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক)হাফেজ মোঃ রাশেদুজ্জামান (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক),আঃ হাফিজ (যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ শাহাদাত হোসাইন, মোঃ কেরামত আলী— সবাই একজোট হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “আপনি শুধু একজন সাংবাদিক নন — আপনি আমাদের সংহতির প্রতীক, মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার প্রতি আপনার অঙ্গীকার ও নিষ্ঠা আমাদের প্রেরণা। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন — আমরা আপনার ফিরতি কর্মস্থলে অপেক্ষায় রয়েছি।”
সংগঠন সাংবাদিকরা আরো জানিয়েছেন যে, প্রয়োজনে তার চিকিৎসার সব ধরনের সহযোগিতায় তারা সচেষ্ট থাকবেন এবং সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে সকলেই দোয়া ও শুভকামনায় একমত।
আমরা সমাজ এবং সাংবাদিক সম্প্রদায়কে অনুরোধ জানাই — দয়া করে সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। পাশাপাশি, যদি তাঁর চিকিৎসা বা আর্থিক সহায়তার কোনো প্রয়োজন হয় — তার দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে সাংবাদিক ও মানবাধিকার নেটওয়ার্ক হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা আশা করি, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে কাজে ফিরবেন এবং সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রের প্রতি তার অবদানে পুনরায় সক্রিয় ভূমিকা পালন করবেন।