মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ (বাগেরহাট) প্রতিনিধিঃ
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্য বিশরিঘাটা ৬ নং ওয়ার্ডে দেশমাতা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।
ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম এর সঞ্চালনায়, মোঃ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড, এবিএম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার মনোবল ও আপসহীন গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান রব্বুল আলামীনের নিকট তার দ্রুত সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, মোঃ মেহেদী হাসান ইয়াদ, যুবদল নেতা রুমান শেখ, বিএনপির সাবেক জেলা ছাত্রদলের সহ- সভাপতি এইচ এম মাহমুদ হাসান রবি সহ বিএনপি'র বিভিন্ন ইউনিয়ন পৌরসভা, ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বাগেরহাট জেলা ছাত্র দল নেতা গোলাম রাসূল তরফদার নেওয়াজ।
দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া অনেক নেতা কর্মীরা কায়মন বাক্যে মহান আল্লাহতালার নিকট দোয়া চয়ে কাঁপতে দেখা যায়।