
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা ডিসেম্বর-২৫ মঙ্গলবার সন্ধ্যায় কলাবাগানে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা জানান। দোয়া পরিচালনা করেন বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধ্যক্ষ নুরুল ইসলাম। এ সময় বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আবু সাঈদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুসা, সাংবাদিক পবন কুমার শীল ষষ্ঠী, সাংবাদিক আব্দুর রশিদ,সাংবাদিক মাহাবুর রহমান,সাংবাদিক সেকেন্দার আলী,সাংবাদিক সামিউল আলম, সাংবাদিক রেজওয়ান আলী, সাংবাদিক আব্দুল আলীম স্বর্ণকার, সাংবাদিক নুর ইসলাম,সাংবাদিক নয়ন মিয়া,সাংবাদিক মিশুক আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক হাসিন সরকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন—বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য সাহসী নেত্রী। তার রোগমুক্তি কামনায় সারাদেশের মানুষের দোয়া অব্যাহত রয়েছে। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু,সুস্থতা এবং জাতীয় শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।