
আজহারুল ইসলাম সাদী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান ও কর্মি সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর অডিটরিয়ামে পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মাসুম বিল্লাহ শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা ২ আসনে
ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ কামারুজ্জামান কামু।
আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, মোঃ নবজানসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতা কর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান বাবু।