
নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার টাংগাইল থেকে, নকল ওষুধ বিক্রি করায় টাঙ্গাইলের লাজ ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে, রবিবার ৩০ শে নভেম্বর টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে।
কালিহাতী উপজেলায় কোকডরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ছোট ভাই, সিরাজুল ইসলাম সিরাজ অসুস্থতার কারণে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি হয় সেখানে তাকে সাজেস্ট করা হয় পাঁচটি ইঞ্জেকশনের জন্য দুইটি ইনজেকশন দেওয়ার পর টাঙ্গাইলের লাজ ফার্মা থেকে আরেকটি ইনজেকশন ক্রয় করা হয় সেই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। রোগীকে ঢাকাতে দ্রুত রেফার্ড করা হয় এবং ঢাকা এভার কেয়ার হসপিটালে ভর্তি করার জন্য নেয়া হয় রোগীর অবস্থায় এতই ক্রিটিকাল ছিল যে সেখানে ভর্তি করতে না পেরে স্কয়ারের যোগাযোগ করা হয় সেখানেও সিট না থাকায় পপুলার ডায়গনস্টিক হাসপাতালে আই সি ইউ তে ভর্তি করা হয়। বর্তমানে রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রোগীর ছোট ভাই শফিকুল ইসলাম লাজফার্মার বিরুদ্ধে ভোক্তা অধিকার এ অভিযোগ করেন, সেই অভিযোগের তদন্তের নেমে সত্যতা পায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পরে টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া এলাকায় নকল ওষুধের বিরুদ্ধেও অভিযান পরিচালনা চালিয়ে লাজ ফার্মা কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। রবিবার ৩০ শে নভেম্বর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী,পুলিশ ও ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তারা টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সূত্র জানায় রোগীর ছোট ভাই শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে লাজ ফার্মার বিরুদ্ধে নকল ঔষধ বিক্রির অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর পরই ওই দিন রাতে লাজ ফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ঔষধ জব্দ করে। পরবর্তীতে তদন্ত শেষে ঔষধ গুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমান বলেন জনসাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ঔষধের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না, অভিযোগ পাওয়ার পর পরে অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। এদিকে জরিমানা করা হলে লাজ ফার্মার পক্ষ থেকে জানানো হয় আমাদের সাপ্লাই প্রতিনিধি প্রতারণা করেছে, ভুলবশত এমন ঔষধ দোকানে এসেছে এজন্য আমরা জরিমানা দিয়েছি। স্থানীয়দের অভিযোগ বাজারে ভেজাল ও অনিয়মিত ঔষধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। এ সময় জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানায় টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তর।