হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃসাংস্কৃতিক দম্পতি জয়নাল আবেদীন ওসমান ও সাহিদা মিনার একমাত্র তনয় মৃদুল ইসলাম জয় এবং সাংস্কৃতিক দম্পতি আব্দুর রউফ খান ও ইসরাত জাহান এর প্রথম তনয়া নাফিসা মালিয়াত খান এর শুভ বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত হবে আজ শনিবার,২৯ নভেম্বর ২০২৫,বিকাল ৫টায় নিউইয়র্কের লং আইল্যান্ডের রয়েল পামপাস ,২১৪৩ বাউন্ডারি এভিনিউ,ফার্মিংডেল,নিউ ইয়র্ক,এনওয়াই-১১৭৩৫ এ।এতে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক,কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ।