
স্টাফ রিপোর্টার :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৯নভেম্বর শনিবার দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি।
এক অনলাইন বিবৃতিতে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।”
তিনি আরও বলেন, “মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য। তাঁর সুস্থতার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা সৃষ্টি হবে। আসুন—আমরা সবাই তাঁর আরোগ্যের জন্য দোয়া করি।”
গাজী শফিউল আলম শফি আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় খুব দ্রুতই দেশের এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি আবারও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। সংকটের সময় জাতি সবসময় নেত্রীর পাশে দাঁড়িয়েছে—এটাই আমাদের প্রেরণা।