
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে দফার আম বাগানে রাখা প্রায় ২১০টি মৌ বক্সের মধ্যে মঙ্গলবার গভীর রাতে বিষ প্রয়োগে ১৮০টিরও বেশি বক্সের মৌমাছি মারা গেছে। ঘটনায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌচাষি ওসমান আলী।
তিনি জানান, “এই বক্সগুলোই ছিলো আমার জীবিকার পথ। পরিকল্পিতভাবে সব নষ্ট করে দিয়েছে—আমি পথে বসে গেলাম।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানান। মৌচাষিদের মতে, এটি শুধু আর্থিক ক্ষতি নয়—পরিবেশ ও কৃষির ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।