
আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ৩ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা এর উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সমাজ সেবা অফিসার শরীফুল ইসলাম,
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাশাহীনুল হক প্রমূখ।
এ সময় উপস্থিত বক্তরা বলেন প্রতিবন্ধীরা আমাদের সন্তান এবং মা, ভাই, বোন তারা সমাজের বোঝা নয়। আমরা তাদের প্রতি সব সময় সুন্দর এবং ভালো ব্যাবহার করব এমনকি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে সমাজে সাধারণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।