
স্টাফ রিপোর্টার
কলারোয়ার যুগীখালী ইউনিয়নে আজ ২৬নভেম্বর বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় ভিডাব্লিউবি (VWB) কার্ডধারীদের মাঝে সরকারি চাল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের মোট ১৭৩ জন ভিডাব্লিউবি কার্ডধারী নারীকে প্রতিজন ৩০ কেজি চালের ১টি বস্তা করে প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন —যুগীখালী ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম সহ ইউপি সদস্য বজলুর রহমান,ডাবলু রহমান, নজরুল ইসলাম ট্যাগ অফিসার মন্জুয়ারা বেগম।
চাল বিতরণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় ভাতাভোগী নারীদের সাথে কথা বললে তারা জানান, “আমরা খুবই স্বস্তি ও সন্তুষ্টি বোধ করছি। সুন্দরভাবে,কোনো ভিড় বা বিশৃঙ্খলা ছাড়াই চাল বিতরণ হয়েছে। এই চাল পেয়ে আমরা খুবই উপকৃত।”এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম বলেন, “সরকারের এই সহায়তা যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছে যায়,আমরা সেই দিকেই সর্বোচ্চ নজর দিচ্ছি। স্বচ্ছতার সঙ্গে প্রত্যেককে তাদের প্রাপ্য চাল প্রদান করা হয়েছে।” উল্লেখ্য,ভিডাব্লিউবি কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম,যার মাধ্যমে দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।