1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

বিরামপুরে পৈত্রিক জমি দখল ও হামলা: আহত তিন, থানায় এজাহার দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৈত্রিক জমি দখল নিয়ে চলমান বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শামীম রেজা (২৭) বিরামপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ৩৬ বছরের ভোগদখল—তারপরও জোরপূর্বক দখলের চেষ্টা
এজাহারে উল্লেখ করা হয়,শামীম রেজার পরিবার প্রায় ৩৬ বছর ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে নিয়মিত কৃষিকাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজন ভাগী-শরীক বিভিন্ন কৌশলে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। চলতি আমন মৌসুমে ধান রোপণের সময় বিবাদীপক্ষ ফৌতা ওয়ারিশ দাবিতে বাধা দেয় এবং পরবর্তীতে নিজেরাই সেখানে ধান রোপণ করে দখল নেওয়ার প্রয়াস চালায়। স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ সমাধানে না এসে প্রকাশ্যেই দখল ছাড়বে না বলে হুমকি দেয়।
ঘটনার দিন নির্মম হামলা ২০২৫ সালের ২৩ নভেম্বর,দুপুর ১২টা ৪৫ মিনিটে বিরামপুর থানার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় বিবাদীপক্ষ দখলীয় দাবি করা জমিতে ধান কাটতে শুরু করে। খবর পেয়ে শামীম রেজা,তার পিতা মোঃ সিরাজুল ইসলাম এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এজাহারে অভিযোগ করা হয়,
১নং আসামি মোঃ সব্বুর আলী ধারালো কাচি দিয়ে হত্যার উদ্দেশ্যে শামীম রেজার পিতাকে মাথায় ও কপালে একাধিক কোপ দেয়।
এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। একই সময় অন্যান্য আসামিরা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শামীম রেজা,তার ছোট ভাই ও পিতাকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা—মোঃ এমাজুল হক,মোঃ উজ্জল,রিফাত,মোছাঃ শাপলাসহ আশপাশের বহু মানুষ—চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। হামলাকারীরা পালানোর সময় প্রাণনাশের হুমকি দিয়েও যায় বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসার জন্য রেফার্ড গুরুতর আহত অবস্থায় মোঃ সিরাজুল ইসলামকে স্থানীয় অটোযোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত দুইজনকেও চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ ও তদন্ত ঘটনার পর শামীম রেজা বিরামপুর থানায় হাজির হয়ে লিখিত এজাহার দাখিল করেন। তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে,অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট