
আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা সদরের খবর, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক ব্যক্তি মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫ বোতল অনুমানিক মাদক উদ্ধার করা হয়েছে, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ হাজার টাকা।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নি) সুমন মন্ডলসহ সহকারী অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন।
২৪ নভেম্বর সদর থানাধীন নবাতকাঠী গ্রামস্থ মৃত খলিল মিয়ার ছেলে মো. কবিরুল ইসলাম ওরফে কবির (৪১)কে তার বসতবাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আসামীর নিকট ৫ বোতল মাদক উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকসহ ব্যক্তিকে আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।