
আজহারুল ইসলাম সাদী: সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) পুলিশ সুপার কোটে পরিদর্শনকালে অত্র কোর্টের মালখানা, হাজতখানা, দৈনন্দিন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা ও পর্যবেক্ষন করেন। পুলিশ সুপার কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালন এবং জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মঈন উদ্দিন, কোর্ট ইন্সপেক্টর, সাতক্ষীরা এবং কোর্টে কর্মরত পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।