
নিউজ ডেস্ক :
দেশের বৈষম্য দূর করে আটটি বিভাগে ধাপে ধাপে পরিচ্ছন্ন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের পরিচ্ছন্ন না করলে দেশের মঙ্গল সম্ভব নয়। প্রতিহিংসার রাজনীতি জনমানুষ কখনোই সমর্থন করে না। জনগণই ক্ষমতার মূল চালিকাশক্তি—তাদের আস্থায় ফেরাটা জরুরি।”
শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। “সুস্থ ধারার রাজনীতি”—এই মূলনীতিতে আয়োজিত কাউন্সিলে তিনি আরও বলেন, “দেয়ালে বড় পোস্টার টাঙিয়ে বা রাতের অন্ধকারে ভোট বাস্তবায়ন হবে না। লিফলেট বিতরণ করে জনগণের দোরগোড়ায় যেতে হবে—এমন নির্দেশনা নির্বাচন কমিশনেরই। এবার জাতীয় নির্বাচনে কিছু সংশোধন আনা হলেও কংগ্রেসের দেওয়া ১০ দফা এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত তা বাস্তবায়ন করা হলে জনগণ আবার মূলধারার রাজনীতিতে আস্থা ফিরে পাবে।”
কাজী রেজাউল হোসেন আরও জানান, কংগ্রেসের লিফলেটভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির সূচনা হয়েছিল রংপুর থেকেই। আবারো রংপুর জেলা কমিটির কাউন্সিল দিয়ে তৃণমূলের এই ধারাবাহিকতা শুরু হলো। “আগামী জাতীয় নির্বাচনে কংগ্রেস দেশের প্রতিটি আসনে প্রার্থী দেবে”— বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিচ্ছন্ন নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। নইলে কংগ্রেস নির্বাচন বহিষ্কার করতে বাধ্য হবে।”
কাউন্সিলে সভাপতিত্ব করেন কংগ্রেস মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন কংগ্রেস মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ দেলাব্বর হোসেন প্রমুখ।
পরে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দীপক কুমার বর্মন নবগঠিত রংপুর জেলা কমিটির ৪৫ সদস্যের তালিকা ঘোষণা করেন। নির্বাচিত সভাপতি হন সিরাজুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।
অনুষ্ঠানে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক শ্যামলী রায়সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।