এমডি রেজওয়ান আলী বুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর কুচিয়ামোড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী’র আঘাতে স্বামীর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে।
গত ১৮ নভেম্বর ২০২৫, সোমবার সকালে আনুমানিক ০৮:০০ ঘটিকায়, কুচিয়ামোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ হাফিজুর রহমান (৬৫)—পিতা: মৃত সামাদ প্রধান—পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী’র হাতে প্রাণ হারান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার সকালেও দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তার স্ত্রী রাহেনা বেগম (৫০) ঘরের বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। স্ত্রী রাহেনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ৩০২ ধারায় হত্যা মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর: ১২, তারিখ ১৮/১১/২০২৫।
এলাকাবাসী বলছে, পারিবারিক অশান্তি থেকে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় তারা হতবাক। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।