
শুরুঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। এবার মেলায় হস্ত ও কারুশিল্পের প্রায় ৬০টি স্টল স্থান পেয়েছে, যেখানে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মাঠে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, বিভিন্ন পেশার উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা।
মেলায় স্টলগুলোতে দেশীয় হস্তশিল্প, কারুশিল্প, পোশাক, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্যের সমাহার দেখা গেছে। উদ্যোক্তারা বলছেন, এই মেলা স্থানীয় পণ্যের পরিচিতি বাড়াতে এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।