
নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং নয়া পাড়া বহু পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজ ১৪/১১/২০২৫ ইং রোজ শুক্রবার জুমার নামাজের পর শুভ উদ্বোধন করেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব,আবদুল হক কোম্পানি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজার কুল আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আবদুল খালেক কাউছার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজী আবদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমেদ সওঃ, ইউনিয়ন ছাত্র দল আহ্বায়ক আরিয়ান শাহ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ সহ এলাকার মুরুব্বী ও শত শত মুসল্লিগণ।
দীর্ঘ বছরের এই পুরাতন জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং যারা আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।