এমডি রেজওয়ান আলী বুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলমান এলজিইডি অধীন রাস্তাঘাট নির্মাণে নিন্মমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার অধিকাংশ রাস্তা নির্মাণে অতি নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে।
রাস্তাগুলোতে ব্যবহৃত রড,সিমেন্ট,বালু ও ইটখোয়া সরকারি সিডিউল অনুযায়ী প্রয়োগ করা হচ্ছে না,ফলে নির্মাণকাজের মান সন্তোষজনক নয় বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, উপজেলার প্রায় সকল নতুন ও চলমান রাস্তাঘাট নির্মাণে ইট,বালু,খোয়া ও রডের মান অত্যন্ত নিম্নমানের। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার কাজে ব্যবহৃত ইটগুলোর অধিকাংশই এখনই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে — যা অতি নিম্নমানের ইট ব্যবহারের প্রমাণ বহন করে।
এলাকাবাসীর দাবি,এভাবে নিন্মমানের দ্রব্য দিয়ে রাস্তা নির্মাণ করায় অল্প সময়ের মধ্যেই এসব রাস্তা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে সাংবাদিকরা তথ্য জানতে চাইলে উপজেলা সহকারী প্রকৌশলী সুরুজ আলী তাদের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ঢালাইয়ের কাজে ব্যবহৃত সিমেন্ট ও রডের মানও মানসম্মত নয়, ফলে অল্প সময়েই এসব রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, কোনও রাস্তার কাজেই প্রয়োজনীয় বিলবোর্ড টানানো হয়নি, যা সরকারি নির্দেশিকা অনুযায়ী বাধ্যতামূলক। সিডিউল অনুযায়ী কাজের বিস্তারিত তথ্য, প্রকল্পের নাম,ব্যয়,ঠিকাদার ও প্রকৌশলীর নাম বিলবোর্ডে উল্লেখ থাকার কথা — কিন্তু এসব তথ্য গোপন রেখে কাজ চলছে গোপনে।এলাকাবাসীর অভিযোগ,কর্তৃপক্ষের তদারকি না থাকায় সহকারী প্রকৌশলী সুরুজ আলী সুযোগ নিয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। সাংবাদিকরা বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে, তিনি অসদাচরণ ও অসহযোগিতামূলক আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ দাবি করেছেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে জনগণের সুবিধার জন্য, অথচ নিম্নমানের উপকরণ দিয়ে এমন রাস্তা তৈরি করা মানে সরাসরি সরকারি অর্থ আত্মসাৎ।”এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও কাজের মান যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ যাবৎ যে সকল রাস্তা বিরামপুর উপজেলায় নির্মিত হয়েছে, তার অধিকাংশেই একই ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
---