1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কলারোয়া ব্যুরো

সাতক্ষীরার কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন – সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্যকে তুলে ধরতে হলে সাংবাদিককে হতে হবে ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও নীতিবান। সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকদের হাতে শক্তিশালী কলমের পাশাপাশি দরকার প্রশিক্ষণ ও সচেতনতা। শিক্ষার্থীদের এই পেশার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে সৎ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, কলারোয়া প্রতিদিন যদি ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অটল থাকে, তবে খুব দ্রুতই এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মোজাফফর হোসেন পলাশ, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, স্টার নিউজ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, আরটিভি (অনলাইন) এর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, কলারোয়া প্রতিদিনের সাংবাদিক, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি রাশেদুল হাসান কামরুল, পত্রিকা পরিবেশক মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব, দৈনিক নতুন সূর্যের ব্যবস্থাপনার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রধান বার্তা সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন, কলারোয়া প্রতিদিন এর কোন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পত্রিকাটির মূল স্লোগান – “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন – দৈনিক কলারোয়া প্রতিদিন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন নিউজ পোর্টাল মানুষের তথ্য জানার অন্যতম প্রধান মাধ্যম। কলারোয়া প্রতিদিন সত্য, নির্ভুল ও জনগণের কল্যাণে সংবাদ পরিবেশন করে, অল্প সময়েই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
কলারোয়া প্রতিদিন এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী বলেন, আমরা বিশ্বাস করি সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কলারোয়া প্রতিদিন হবে সেই হাতিয়ার, যা সত্য প্রকাশে কখনো আপোষ করবে না।

সাংবাদিক, তরুণ ও সচেতন নাগরিকদের মিলনমেলায় প্রাণবন্ত এই উদ্বোধন অনুষ্ঠানটি কলারোয়ায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট