ডাঃ মোঃ নাজমুল আহসান , ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দেশের দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মাদ্রাসা খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত "জামিয়া ইসলামিয়া শামসুল উলূম মাদ্রাসা"। মাদ্রাসাটির একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি বহুদিন যাবত বেহাল দশার কারনে মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থী ও পাশ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের জন্য খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আল্লাহর অশেষ রহমতে চাঁদখালী এলাকার অবিবাহিত যুবক মুশফিকুর রহমান (মুশফিক) তার ব্যক্তিগত অর্থায়ানে মাদ্রাসা সড়কটি পাকাকরণ ও পানি সরবরাহের জন্য পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে দিচ্ছে। আজ ৭ নভেম্বর ২০২৫ জুম্মা বাদ সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। একমাত্র আল্লাহকে খুশি করিতে মুশফিক এই মানবহিতৈষী মাদ্রাসা সড়কটির নির্মাণ কাজ সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করেন।
অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি উয়াইস আহমাদ আশরাফির উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন হয়।
সড়কটি ৬ ফুট চওড়া থেকে ৭ ফুট চওড়া ও প্রায় সাড়ে ছয়শত ফুট দৈর্ঘ্য এবং একপাশ দিয়ে পানি সরবরাহের জন্য পাকা ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। সড়কটি নির্মাণ করিতে মানবিক যোদ্ধা মুশফিকের ব্যক্তিগত অর্থায়ানে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হচ্ছে।
মুশফিকের এই মহৎ কর্ম স্বচক্ষে দেখার জন্য খুলনা বিভাগীয় ৫ টি জাতীয় পত্রিকার সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান তার অধিনস্ত বেশ কয়েকজন সাংবাদিক নিয়ে উপস্থিত হয়েছিলেন।
স্থানীয় সাংবাদিকরা অত্র মাদ্রাসার মুততামিম মুফতি উয়াইস আহমাদ আশরাফির কাছে সড়কটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি বেশ কয়েকবার চাঁদখালী ইউনিয়ন পরিষদে এমনকি পাইকগাছা উপজেলা ইউএনও অফিসে সড়কটি নির্মাণের জন্য আবেদন করেও কোন সুরাহা হয়নি।
ইসলামের জন্য নিবেদিত প্রান যুবক মুশফিকুর রহমান (মুসফিক) বিষয়টি অবহিত হয়ে সড়কটি পাকাকরণের পদক্ষেপ গ্রহণ করেন।
অত্র মাদ্রাসা সড়কটি পাকাকরণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার হাফেজ সাহেব, উপস্থিত ছিলেন হাজী আব্দুল আলীম, হাজী মনজুরুল ইসলাম, সিরাজ সরদার, জাহাঙ্গীর সরদার, তাবলীগ জামাতের চাঁদখালী ইউনিয়ন আমির মোস্তফা হুজুর, মাস্টার মফিজুল ইসলাম,আবু হানিফ, মামুন গাজী, প্রফেসর ইনামুল, শেখ সাইফুল্লাহ,রফিকুল গাজী, আইয়ুব গাজী,শওকাত সরদার ,হাফিজুল গাজী,খলিল সরদার, শেখ বাবু, আলহাজ্ব আবু গাজী,মনি গাজী,বাবলু গাজী, বাক্কার গাজী,শওকাত গাজী,আব্দূল্লাহ গাজী, জলিল সরদার, শেখ মামুন, দপ্তরী মোস্তফা গাজী (মোস্ত), রসুল সরদার,ময়নুর হুজুর, জাকির গাজী,আমজেদ, আলি সরদার,আঃ হান্নান গাজী, সাইফুল ইসলাম, লুৎফর সরদার, মাওলানা জাকির, হাফিজুল গাজী (সারের দোকান),মিস্ত্রি লোকমান, আমিরুল গাজী, শেখ মেহেদী,হুজাইফা গাজী ও আরো অনেকে।
মাদ্রাসা সড়ক নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠান শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।