তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫
আজ শুক্রবার ০৭/১১/২০২৫ সকাল ১০.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী* উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন* কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন । তিনি জানান, “আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।”
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে বলেন, “এমন ইতিবাচক আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এই ধরণের আয়োজন প্রতি বছর হোক।”

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা সবার।