আল আমিন হোসেন সিমান্ত প্রতিনিধি
দমদম বাজার ব্যবসায়িক কমিটির উদ্যোগে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম প্রাচীন ধারার আয়োজন জারি গান পালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দমদম বাজারে আয়োজন করা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা রেডিও ও টেলিভিশনের নিয়মিত শিল্পী রিনা পারভিন এবং সাহাবুল সরকার। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব সাবেক সংসদ সদস্য তালা কলারোয়া।, আশরাফ হোসেন সাবেক চেয়ারম্যান সহ বিএনপির নেতৃবৃন্দ ও একাধিক শিল্পীর পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে সুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে দমদম বাজারের সাংস্কৃতিক পরিমণ্ডল।
আয়োজক কমিটি জানায়, হারিয়ে যেতে বসা গ্রামীণ বিনোদনকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা বলেন, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্য সম্পর্কে আরও অনুপ্রাণিত হবে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।