মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠি
মোঃ রুবেল মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাংবাদিকদের অগ্রগতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয়। সাংবাদিকদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন ইসলাম , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ,সহ সভাপতি ইমদাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাবানা চৌধুরী,প্রচার সম্পাদক রুবেল মিয়া,আইন সম্পাদক জার্মান ফয়েজ,সাইফুল ইসলাম,অনিক পাঠান,আবেদ মিয়া,আলী মিয়া সহ সকল কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে সংগঠনের অগ্রযাত্রা ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাধবপুরকে একটি তথ্যসমৃদ্ধ ও সচেতন সমাজে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সদস্যরা একমত হয়ে সিদ্ধান্ত নেন— আগামী মাসে প্রেসক্লাবের উদ্যোগে একটি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক সচেতনতা কার্যক্রম আয়োজন করা হবে। এছাড়া স্থানীয় সংবাদ প্রচারে আরও গতিশীলতা আনতে অনলাইন নিউজ কাভারেজ এবং ভিডিও রিপোর্টিং বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়।
সভা শেষে ক্লাবের সভাপতি আল আমিন ইসলাম উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “মাধবপুর ডিজিটাল প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রতীক হয়ে উঠবে—এটাই আমাদের লক্ষ্য।”