সেলিম রেজা বাচ্চু : গার্মেন্টস শ্রমিক, কৃষক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ মেহনতী জনতার হাড়ভাঙ্গা পরিশ্রমে ৩১ বিলিয়ন ডলারের রিজার্ভ গড়ে উঠেছে। কিন্তু অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের সময় তারা উপেক্ষিত। পাসপোর্ট পেতে হয়রানির শেষ নেই।
পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম। ঘুষ না দিলে পাসপোর্ট জোটেনা। দালালমুক্ত, ঘুষমুক্ত ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ প্রক্রিয়ায় পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক র্যাংকিং উন্নত করতে কূটনৈতিক,রাজনৈতিক পদক্ষেপ অতীব জরুরি। পাসপোর্ট আমাদের গৌরবের স্বাক্ষর রাখে।
পাশাপাশি, সরকারী উদ্যোগে দক্ষ কর্মী বিদেশে প্রেরণের ব্যবস্থা করা। পাসপোর্ট,ভিসা,বিমানের টিকেট,বহির্গমণ কার্ডসহ বিদেশ যাওয়ার প্রক্রিয়া সহজীকরণ ও ভোগান্তিমুক্ত হতে হবে। প্রবাসীরা মর্যাদা ও নিরাপত্তা পেলে অর্থনীতির চাকা সচল থাকবে। বিদেশে প্রবাসীদের জন্য চিকিৎসা, আবাসন,পরিবারের সদস্যের জন্য ভিসার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারে সেই জন্য পাসপোর্ট প্রক্রিয়া সহজীকরণ করা হোক। বিনামূল্যে পাসপোর্ট দিতে প্রদত্ত ভর্তুকির পরিমাণের কয়েকশ গুণ বেশি রেমিট্যান্স বয়ে আনবে। নাগরিকের অধিকার নিশ্চিত করুন।
লেখক : সদস্য, বাংলাদেশ কংগ্রেস। ই-মেইল :dbarta1996@gmail.com