নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিলগাতুয়া লিটল ফ্লাওয়ার অ্যাডভান্সড একাডেমি পরিদর্শন করেন।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে পাঠদানের মান, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে বিদ্যালয়টির আরও অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা রাখেন।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. জি. মোস্তফা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শফিউল ইসলাম, লিটল ফ্লাওয়ার অ্যাডভান্সড একাডেমি'র
প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।