মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়া সদর উপজেলা নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালকুদার পাড়ায় ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০) এর লাশ উদ্ধার।
নিহত ব্যক্তি হলেন, জহুরুল ইসলাম (৪০), পিতা মখলেছুর রহমান সাং হাজরাদিঘী তালুকদার পাড়া। আজ সকালে ধানক্ষেতে এক ব্যক্তির লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পরে সদর থানায় সংবাদ দিলে ঘটনার ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। জহুরুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জহুরুল বেকারী ব্যবসায়ী ছিলেন, দিবাগত রাত ১১ টার সময় জরুরী কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। এরপরে আর বাড়িতে ফিরে আসেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তফা মঞ্জুর ও সদর থানার ফোর্সসহ পৌঁছে, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।##