
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বরগ এলাকায় মানুষের যাতায়াত সহজ করতে সরকার একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। বুল্লা-বরগ সড়কের ৫৫০ মিটার চেইনেজে ৫৪ মিটার দীর্ঘ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২২ সালের ৩০ ডিসেম্বর। ব্রিজের ভিত্তি স্থাপন করেন জনাব এডভোকেট মোঃ মাহবুব আলী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
ব্রিজের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাধবপুর। তবে দুই বছর পার হওয়ার পরও ব্রিজটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শুরু হওয়ার পর প্রায় ৩০ শতাংশ অগ্রগতি হলেও হঠাৎ বন্ধ হয়ে যায়।
বরগ গ্রামের জুয়েল খান জানান, “বর্ষাকালে মানুষের চলাচলের কষ্ট দেখেই আমরা স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছি। শীতে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, যাতে গ্রামের মানুষ সহজে ও নিরাপদে চলাচল করতে পারে।”
প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে কাদা ও পানির কারণে পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে যাত্রী পরিবহনে ভোগান্তি বেড়ে যায়।
স্থানীয়রা জানাচ্ছেন, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবগত করা হলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দক্ষিণ বরগ ও আশপাশের এলাকাবাসী দ্রুত ব্রিজ নির্মাণ পুনরায় শুরু ও দ্রুত সমাপ্তির দাবি জানিয়েছেন।