
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫) বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়।”দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্তে অত্র সভায় সমবায় অফিসার মোঃ রাকিবুল ইসলাম,স্বাগত বক্তব্য দিয়ে আরম্ভ হয়। আলোচনায় অংশ নেন
উপজেলা (ভুমি) কমিশনার নাজিয়া নওরীন,যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক,কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়,মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে তারা,উপজেলায় বর্তমানে প্রায় ৯০টি নিবন্ধিত সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। তিনি সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ভিত্তিক বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সম্পাদক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সদস্যাগণ,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ঐক্যের বার্তা বহনকারী এক সুন্দর আয়োজন।