
মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় ৩ ফেন্সিডিল ব্যবসায়ীর প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-৯ এর বিচারক ৫ম অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমান এই মামলার রায় দেন।
দন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলো, দিনাজপুর সদর উপজেলার ডুগডুগি মোল্লা পাড়ার মাহফুজার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ধুলু (৩৮), হাকিমপুর উপজেলার বাসুদেবপুরের জারমান আলী মালিতার ছেলে এনাতাজুল মালিথা (৪১), শিবগঞ্জের গড় মহাস্থান, বর্তমানে বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী উত্তর পাড়ার শাহজাহানের ছেলে রবিউল ইসলাম (৪০)।
মামলা সূত্রে জানাগেছে, বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির তৎকালীন পুলিশের এসআই এমরানুল কবীর গোপন সুত্রে সংবাদ পেয়ে গত ২০১২ সালের ৯ অক্টোবর রাত পৌনে ১২ টায় অভিযান চালিয়ে শহরের নিশিন্দরা ট্যাংক ব্রীজের নিকট যাত্রীবাহী বাস (লালমনিরহাট-ব-০৫-০০০৪) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত আসামী আবু বক্কর সিদ্দিক ধুলু ও রবিউল ইসালামকে আটক করে, তাদের দেখানো মতে বাসের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় আটক আসামীরা এনতাজুল মালিথার নাম বলে। এব্যাপারে পুলিশের এসআই এমরানুল কবীর আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।##