
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার বাজার সংলগ্ন রাস্তায় ৩ নম্বর মানের নিম্ন ধরনের ইট দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। আজ ২৯ অক্টোবর ২০২৫ রাস্তার কাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদে স্থানীয় নাগরিকগণের অভিযোগ। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বোয়ালদার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তা — বোয়ালদার বাজার থেকে শুরু হয়ে হাকিমপুরের শেষ সীমানা পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও—কাজের মান নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। স্থানীয় পথচারীদের বক্তব্য,
> “ভাই, রাস্তায় যে ইট দিছে এগুলা সব ৩ নম্বর ইট। এক-দুই মাস না যেতেই ভাঙা শুরু হইছে। আমরা তো ভালো রাস্তা চেয়েছিলাম, এখন তো আরও খারাপ হবে।” অন্য একজন ব্যবসায়ী বলেন:> “এই রাস্তা দিয়েই আমাদের বাজারের মালামাল আসে। কিন্তু এখন দেখেন,ইটের কাজ এমনভাবে দিছে যে গাড়ি গেলে ইট সরে যায়। এটা কোনো মানসম্মত কাজ না।”এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করেছেন এবং তদারকির অভাবে কাজটি চলছে অবহেলিত ভাবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী রাস্তার কাজে প্রথম বা দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহারের নিয়ম থাকলেও, এখানে ব্যবহৃত হচ্ছে ৩ নম্বর ইট— যা দ্রুত ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। একজন পথচারীরা অভিযোগ করে বলেন,
> “এই রাস্তা যদি এমন ইটে হয়,বর্ষা আসলে সব উঠে যাবে। আমাদের কষ্ট কমার বদলে আরও বাড়বে।”বিষয়টি নিয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন,প্রকল্পের অর্থ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আসে—তাই কাজের মান যেন ঠিক থাকে,সে ব্যাপারে কঠোর নজরদারি প্রয়োজন।বিষয়টি নিয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশল অফিস ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হলে তারা বলেন — অভিযোগ যাচাই করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরের হাকিমপুরে বোয়ালদার বাজার সংলগ্ন এই রাস্তায় মানহীন কাজের অভিযোগের তদন্ত ও দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি স্থানীয়দের জোর দাবি।