
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার রামু রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ আতঙ্কে অসহায়, ভূমিহীন, হতদরিদ্র প্রান্থিক জনগোষ্ঠী, উপজেলা নির্বার্হী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান। জোয়ারিয়ানালা ইউনিয়নের লালুর ঘোনা বুড়িরজুম গ্রামে ৪০/৫০ বছর ধরে
রিজার্ভ ফরেস্ট ও রাবার বাগানের পতিত ও অনাবাদি অকৃষি জমিতে আশ্রয় গ্রহণ করে বাড়ী ঘর তৈরী করে
বসবাস করে প্রায় ৪০ টি পরিবার , গড়ে উঠেছে মসজিদ, মকতব ও কবরস্থান। সৃজন করেছে
বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের বাগানসহ ঔষধী গাছ, গরু, ছাগল লালন পালন করে নিজেদের জীবিকা নির্বাহ করে, সরকারের জাতীয় খাদ্য চাহিদা পূরনে অগ্রহী ভূমিকা লালন করে আসিতেছে এই জনগোষ্ঠী,
রামু রাবার বাগান কর্তৃপক্ষ ও কতিপয় লোক অসৎ উদ্দেশ্যে অন্যায় ভাবে ভূমিহীন এইসব লোকজন কে জোরপূর্বক উচ্ছেদ করে রোপিত গাছপলা কাটার
উদ্যোগ নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। বর্তমানে প্রায় ৩ হাজারের উপরে বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলেছে রাবার বাগান কর্তৃপক্ষ,বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন নিমিত্তে সরকার নিদের্শনা ও উদ্দীপনাকে বাস্তবায়নে সহয়ক ভুমিকা পালন করছে প্রান্তিক এই জনগোষ্ঠী, সরকারের এই মহৎ উদ্যোগকে মানছেন না রাবার বাগান কর্তৃপক্ষ ,
দীর্ঘদিনের অজিত শ্রমের ফলজ ও বনজ গাছ বাড়ী ভিটা রক্ষার্থে এবং পাহাড়ে থাকার জন্য
সরকারের কাছে সার্বিক সহযোগিতা ও সুষ্ঠু সমাধান চান স্থানীয়রা।
ভক্সপপ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিও বক্তব্য দেওয়া হল
ভক্সপপ ভুক্তভোগী চার পাঁচ জনের বক্তব্য দেওয়া হল।