মো: সেলিম রেজা বাচ্চু: রাষ্ট্রের মূল দর্শন হলো- নাগরিকের সমতা, ন্যায় এবং মর্যাদা।সংবিধানের ধারা ১৯(১) এ বলা হয়েছে,“সকল নাগরিকের সমান সুযোগের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য।” ধারা ২৭ ঘোষণা দেয়:
“সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।”ধারা ১১ এ আরও বলা হয়েছে: “প্রজাতন্ত্রে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
বিমানবন্দর, রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা সরকারি-বেসরকারি দপ্তর—সবখানেই দীর্ঘ সারিতে অপেক্ষা করেন সাধারণ মানুষ। সেবা পেতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক -শ্রমিক-মেহনতি জনতা। বিশেষ পরিচয়ের কিছু লোকের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বিশ্রাগার, আসন ও নাস্তার ব্যবস্থা থাকে।
রাষ্ট্রীয়,আমদানি,চিকিৎসা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স,জনস্বার্থসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যাক্তি-প্রতিষ্ঠানের পৃথক লেনের ব্যবস্থাপনার সুপারিশ করছি। তথাকথিত এই ভিআইপি প্রথা কেবল মানসিক বিভাজনই নয়—রাষ্ট্রীয় অর্থের অপচয়, প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি, অস্বচ্ছতা, স্বজনপ্রীতি, ঘুষ, তদবিরের মতো জটিলতা সৃষ্টি করছে।
‘ভিআইপি ‘প্রটোকল রক্ষায় পুলিশ ও প্রশাসনের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। লন্ডনে প্রধানমন্ত্রী ট্রেনে যাতায়াত করেন, জার্মানির চ্যান্সেলর নিজে হেঁটে অফিসে গিয়ে থাকেন। জাতীয় সমৃদ্ধি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে “ভিআইপি প্রথা ” অবিলম্বে বিলুপ্ত করতে হবে। সাম্যের বাংলাদেশ চাই।