1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

বিরামপুরে পলিপ্রয়াগপুর ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

: এমডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ভগবতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, ইউনিয়ন বিএনপি সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ পৌর ও উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুর আলম নুরা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, মামুনুর রশিদ লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, ও সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল হক জুয়েল প্রমুখ।
সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন প্রার্থী তাদের বক্তব্য উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে শিগগিরই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন,
> “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলকে আরও সংগঠিত ও দৃঢ় হতে হবে।” নেতৃবৃন্দ আরও বলেন,
> “দিনাজপুর-৬ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনকে বিজয়ী করতে যুবদলকে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা একাত্মতার শপথ গ্রহণ করেন— গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট