পীরজাদা মোঃ মাসুদ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারও লক্ষ্মীপুর জেলায় শীর্ষস্থান অর্জন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের ফলাফলে কলেজটির পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। চলতি বছরে এইচএসসি পরীক্ষায় কলেজটির মোট পরীক্ষার্থী ছিল ৪১২ জন যার মধ্যে ৪০৮ জন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৮.০৬ শতাংশ এর মধ্যে ৫৩ জন জিপিএ -৫ পেয়েছে যা লক্ষ্মীপুর জেলায় সর্বাধিক।
এছাড়া হায়দরগঞ্জ রোকেয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, রায়পুর গভমেন্ট কলেজ, রায়পুর রুস্তুম আলী ডিগ্রী কলেজ, রায়পুর মহিলা কলেজ, হায়দারগঞ্জ মডেল কলেজ , প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, মমতাজুন্নেছা মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণপুর হাই স্কুল এন্ড কলেজ, পানপাড়া হাই স্কুল এন্ড কলেজ, রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ সরকারী কলেজ, জয়পুরা সাইদুর রহমান হাই স্কুল এন্ড কলেজ, জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমী, বসিকপুর স্কুল এন্ড কলেজ, জিএফ ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ, আসাদ একাডেমী এন্ড কলেজ, কাফিল উদ্দিন ডিগ্রী কলেজ, জিল্লুর রহিম কলেজ, জনতা কলেজ, দালাল বাজার ডিগ্রী কলেজ, লক্ষীপুর সরকারী মহিলা কলেজ, লক্ষ্মীপুর সরকারী কলেজ, লক্ষ্মীপুর আইডিয়াল কলেজ, ভবানীগঞ্জ কলেজ, লক্ষ্মীপুর কমার্স কলেজ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ , অক্সফোর্ড মডেল কলেজ, সিটি স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল এন্ড কলেজের ফলাফল সবচেয়ে ভালো ।
তুলনামূলক ফলাফল বিশ্লেষণ একাংশ – রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজ বিজ্ঞান ভর্তি ৬ পাশ ২, মানবিক ভর্তি – ৯৪ পাস ০৫ , ব্যবসা শিক্ষায ভর্তি ৩৮ মোট পাস ১১ মোট ১৮ জন পাসের হার ১৩.০৪ শতাংশ । হায়দরগঞ্জ মডেল কলেজ মানবিকে ভর্তি ৭৪ পাস ৬৪ জন, ব্যবসায় শিক্ষা ভর্তি-১৯ জন পাস ১৮ জন মোট পাশ ৮২ জন, পাসের হার ৮৮.১৭ শতাংশ।
কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন জানান, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই একাডেমিক কার্যক্রমের ফলাফল ধারাবাহিকভাবে ধরে রেখেছে। এবারের ফলাফল সেই সফলতারই আরেকটি স্বাক্ষর। তিনি আরো বলেন, আমরা শুধু পাশের হার নয় শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিচ্ছি ।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এটি আমাদের সম্মিলিত সাফল্য শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের মনোযোগ, অভিভাবকদের সহায়তার ফলেই আমরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করতে পারছি।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ থেকে স্পষ্ট প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ লক্ষ্মীপুর জেলায় উচ্চমাধ্যমিকে শিক্ষার মান ও মেধার দিক থেকে সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান অটুট রেখেছে ।