1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বড় বড় খানা-খন্দ, গর্ত আর কাদা মাটিতে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বা:স ফেলছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় হতে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা দেশ স্বাধীন হওয়ার ৫৫বছর পেরিয়ে গেলেও সেখানে উন্নয়নের কোন ছোয়া পড়েনি। এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগও কেউ নেয়নি।

ফলে অবহেলায় পড়ে রয়েছে গ্রামটি। এই গ্রামটি সেনা সদস্য, কৃষি অফিসারের বাসা বাড়ি রয়েছে। তারা রাস্তায় কাদা মাটি আর বড় বড় গর্ত থাকায় বছরে একবার ছুটি পেলেও বাসায় আসতে পারে না। একই সাথে মাঠ থেকে কৃষকরা ধান পাট আনতে খুব কষ্টভোগ করতে হয়। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। এই গ্রামের কোন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। এতে করে রোগির অনেক ক্ষতি হয়।এলাকাবাসীর অভিযোগ- রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কারের কোন ব্যবস্থা হয়নি।কয়েকজন কৃষক জানান-পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষি পণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই।ভুক্তভোগিসহ সচেতন মহল বলছেন, ভোগান্তি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাধারণ জনগণ রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চায়। এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা সময়ের দাবি। এলাকাবাসী অবহেলিত রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা মানবিক নির্বাহী অফিসার এর সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট