এমডি রেজওয়ান আলী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
বিরামপুর,দিনাজপুর,১৫ অক্টোবর ২০২৫: আজ সকাল ১১টায় বিরামপুর ঢাকা মোড় চত্বরে শিক্ষক-কর্মচারীদের সংগঠন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোট,মাদ্রাসা ও কলেজ শিক্ষক-কর্মচারী ফোরাম,বিরামপুর উপজেলা শাখা”-এর আয়োজনে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া,১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে ঢাকা মহানগরে শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও মিথ্যা আশ্বাস প্রদানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন—মোঃ ফারুকে আজম,সভাপতি,কলেজিয়েট উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখা; মোঃ শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক; দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবু তারক,কানিকাটাল দাখিল মাদ্রাসা;
সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন,ভবানীপুর দাখিল মাদ্রাসা, বিরামপুর,দিনাজপুর। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। ঢাকা মোড় চত্বর থেকে মানববন্ধন শেষে এক বিক্ষোভ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করেন। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা এবং শিক্ষাক্ষেত্রে ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।