
তারেক আজিজ, সীমান্ত প্রতিনিধি :
কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আলোচিত হত্যা মামলার আসল রহস্য বেরিয়ে এসেছে। লোকসমাগমের সামনে ঘটে যাওয়া আব্দুল মান্নানের স্ট্রোকজনিত মৃত্যু হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হলেন হত্যার আসামী। এমনটাই দাবি হাফিজুল ইসলামের পরিবারের, তারা সাংবাদিকদের বলেন – কিছু জালিম মিথ্যা সাক্ষী দিয়ে হাফিজুল ইসলাম এর পরিবারকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে যে হয়রানি করেছে।পথচলতি এবং উপস্থিত অনেক লোক দেখেছিল আব্দুল মান্নান স্ট্রোক করেছে কিন্তু জালিমদের ভয়ে কেউ সত্য কথা বলেন নি ঘটনার সময়, তবে সত্য কখনো চাপা থাকে না, মৃতের পোস্টমটেম রিপোর্ট দেখিয়ে আরও বলেন মৃত ব্যক্তির বডিই সত্য প্রকাশ করেছে। তার প্রমান এই পোস্টমর্টেম রিপোর্ট এবং পুলিশ বডি চেক রিপোর্ট।