1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরায় শহরে পৃথক ৪ স্হানে জামায়াতে ইসলামীর মানববন্ধন প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়। পাবনায় সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার আটক নয় নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে সাবেক সংসদ সদস্য ——মফিকুল হাসান তৃপ্তি, বিরামপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন মণিরামপুরে ব্র্যাকরেকের মাইগ্রেশন প্রোগ্রামের সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত কলারোয়া উপজেলা দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ঘটনা :বেরিয়ে এলো আসল রহস্য মণিরামপুরে পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক দেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালা

মুছা শুধু বিএনপি নেতা ছিলেন না-তিনি ছিলেন বিএনপির একটি প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নুরুল হক মনিরামপুর প্রতিনিধি 
                                                                     -বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম
নূরুল হক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
‘মণিরামপুরে সদ্য প্রয়াত মোহাম্মদ মুছা শুধু বিএনপি নেতাই ছিলেন না, তিনি ছিলেন বিএনপি গড়ার একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। আর সেই বর্ষিয়ান নেতার স্মৃতি ধরে রাখতে মণিরামপুরে নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে গিয়ে বিএনপিকে আরো ইষ্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যেও কোন বিকল্প নেই।’ শনিবার বিকেলে মণিরামপুরে বিএনপি নেতা প্রয়াত মোহাম্মদ মুছার স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন।
মণিরামপুর পৌরশহরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মরনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামানন মিন্টুর সঞ্চালনায় অন্যতম বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মৃত্যুর পর মোহাম্মদ মুছার জানাজা এবং স্মরনসভায় লাখো মানুষের উপস্থিতিই জানান দেয় তিনি কতটা জনপ্রিয় ছিলেন।’ মোহাম্মদ মুছাকে পিতৃ সমতুল্য আখ্যা দিয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তিনি (মুছা) সব সময় দলের ভেতর ঐক্য কামনা করতেন। তারপরও দলের ভেতর বিভেদ ছিল। কিন্তু আজ থেকে মণিরামপুরে দলের ভেতর মুছা-ইকবাল পন্থি বলে কোন গ্রæপ থাকবে না। সবাইকে ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এক কাতারে এসে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে।’
আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, অ্যাড. বিএনপিরনতা মুজিবুর রহমান, মোতালেব হোসেন, জাহাঙ্গীর বিশ^াস, নাজমুল হক লিটন,খান শফিয়ার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুবদলনেতা আব্বাস উদ্দিন, বিল্লাল গাজী, সায়ফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব হুমায়ুন কবির, সদস্য মাসুদ গাজী, ছাত্রদলের আহŸায়ক ওলিয়ার রহমান, সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল প্রমুখ। পরে মোহাম্মদ মুছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহজসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা অসুস্থ্য হয়ে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট