মোঃ রুবেল মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ মাধবপুরে “মাধবপুর ডিজিটাল প্রেসক্লাব” এর মাসিক সাধারণ সভা (৭ অক্টোবর)মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় সহ সভাপতি ইমদাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ভুঁইয়া,প্রচার সম্পাদক রুবেল মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন খান,
কার্যকরী সদস্য অনিক পাঠান এবং নাজির মিয়া উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, আগামী মাসের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।