এমডি রেজওয়ান আলী বুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর থানায় এক স্বামী তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোঃ আইজুল হক (৩৫),পিতা মৃত আঃ রাজ্জাক,বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়,প্রায় ১৫ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক মোঃ আইজুল হক -এর সঙ্গে বিয়ে হয় তার স্ত্রী মোছাঃ লাকি বানুর (২৭)। তাদের সংসারে দুই সন্তান রয়েছে—বড় মেয়ে অর্নিকা আক্তার লাবনী,ছোট মেয়ে ঈশা (০৭)।অভিযোগে আইজুল হক উল্লেখ করেন,বিয়ের পর দীর্ঘদিন পারিবারিক জীবনে শান্তি থাকলেও সাম্প্রতিক সময়ে স্ত্রী লাকি বানু বিভিন্ন অজুহাতে প্রায়ই বাবার বাড়ি চলে যান এবং স্বামীর সাথে খারাপ আচরণ করেন।
গত ০৫/১০/২০২৫ তারিখে সকাল ১০টার দিকে বিরামপুর থানাধীন শিয়ালা গ্রামে নিজ বাড়িতে থাকার সময় স্ত্রী লাকি বানু অনুমতি ছাড়া বাড়িতে থাকা অর্থ নিয়ে চলে যান। পরে স্বামী আইজুল হক জানতে পারেন তিনি ঢাকায় অচেনা একজনের সহিত চলে গেছে। যাওয়ার আগে তিনি স্বামীর কাছ থেকে এক লক্ষ ৫০ হাজার টাকা, একজোড়া সোনার দুল,একটি স্মার্টফোন এবং স্বামী কর্তৃক কেনা কিছু গৃহস্থালী মালামাল নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া,আইজুল হক জানান, পরবর্তীতে তিনি জানতে পারেন তার স্ত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। এ বিষয়ে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনও সঠিক তথ্য দিচ্ছেন না এবং উল্টো হুমকিও প্রদান করছেন বলে দাবি করেছেন তিনি।অভিযোগকারী আইজুল হক বলেন,
> “আমি একজন সাধারণ মানুষ। সংসার ও দুই সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী ও তার পরিবারের আচরণে আমি মানসিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমি ন্যায়বিচার চাই।”বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভুক্তভোগী আইউব হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আইনি প্রতিকার চেয়েছেন।